মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

শিক্ষার্থীরা বানাচ্ছে মন্ডপ, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

যা যা মিস করেছেন

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উপলক্ষে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। হলসহ ৩৫টি বিভাগ নানা রঙের আলপনা ও বর্ণিল সাজে সজ্জিত হয়ে আছে।

গেল দুবছর করোনা মহামারির কারণে ঐতিহ্যবাহী রীতিতে অনুষ্ঠিত হয়নি জবির পূজা অর্চনা। গত বছর স্বল্প পরিসরে কেন্দ্রীয়ভাবে পূজা অনুষ্ঠিত হলেও এবার সেই পুরোনো আমেজে অনুষ্ঠিত হবে দেবী বন্দনা। নিজ বিভাগের পূজার মন্ডপকে ব্যতিক্রম ও আকর্ষণীয় দেখাতে চেষ্টার যেন কমতি নেই শিক্ষার্থীদের। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অন্য ধর্মালম্বী শিক্ষার্থীরাও মন্ডপ সজ্জায় কাজ করে চলেছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভাগগুলোর সামনে ককশিট দিয়ে শিক্ষার্থীদের কেউ তৈরী করছে সরস্বতী দেবীর বাহন সাদা রাঁজহাস আবার কেউবা বাঁশ মাটি দিয়ে তৈরি করছেন দেবীর হাতের বীণা। কিছু শিক্ষার্থীরা ব্যস্ত নানান রঙের আলপনা তৈরীতে৷ বিভাগের সাথে মিল রেখে অপরূপ সাজে মন্ডপগুলোও সাজানো হয়েছে।

অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সৌহার্দ্য দেবনাথ বলেন, এই প্রথম ক্যাম্পাসে পূজায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। আমরা চেষ্টা করছি যাতে আমাদের বিভাগের মণ্ডপটি অন্য সবার চেয়ে ব্যতিক্রম ও আকর্ষণীয় হয়।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরূপ কুমার বলেন, প্রায় দুই বছর পরে এবার বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে পূজা উদযাপন করতে পারছি। তাই সারাদিন পুরোদমে পূজার মণ্ডপ তৈরিতে কাজ করছি। পূজা এখন একটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে যেখানে আমার অন্যান্য ধর্মালম্বী অনেক বন্ধুরা অংশগ্রহণ করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা কমিটির সাধারণ সম্পাদক পরিমল বালা বলেন, এবারে পূজার প্রস্তুতি খুব ভালোভাবে এগিয়ে চলেছে। আজকের ভেতরেই কাজ শেষ হয়ে যাবে। এবারে ৩৫টি বিভাগ ও একটা হল পূজার আয়োজন করছে। নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো। আশাকরি ভালোভাবেই পূজা সম্পন্ন করতে পারবো।

উল্লেখ্য, হিন্দু ঐতিহ্যগত পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। সেই দিক বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছরের সরস্বতী পূজা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security