বৃহস্পতিবার, মে ২, ২০২৪

তাহিরপুরের ৭ ইউপিতে কারা হচ্ছেন নৌকার মাঝি

যা যা মিস করেছেন

সর্বশেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সর্বশেষ ধাপের তফসিল অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ সহ ১৩৮টি ইউপিতে আগামী ৭ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তাহিরপুর উপজেলার ৭টি ইউপিতে কারা হচ্ছেন নৌকার মাঝি? এখন সেই প্রশ্ন জাগছে ভোটারগণের মনে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি ৭ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থগণ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় ও তৃনমূল নেতাকর্মীদের সাথে চলছে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের আলাপ-আলোচনা। নিজ-নিজ অবস্থান থেকে প্রার্থগণ মনোনয়ন পেতে আশাবাদী। তবে শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদ গুলোতে কে পাচ্ছেন নৌকা প্রতীক? কে মাঝি রূপে ধরবে নৌকার হাল? উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খায়ের, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবির আহমদ জাবেদ। শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ হলেন, শ্রীপুর (দঃ) ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুক, দীপক তালুকদার। বড়দল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ হলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজ্বী ইউনুস আলী, জাতীয় শ্রমিকলীগ তাহিরপুর উপজেলা শাখার সদস্য সচিব হাজ্বী আব্দুল কুদ্দুস আলম, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকলগী সভাপতি ডাঃ রহমত আলী, আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বড়দল উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ হলেন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মাসুক মিয়া। বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ হলেন, বর্তমান চেয়ারম্যান ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার জাতীয় শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। তাহিরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ হলেন, সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মোতাহার হোসেন আখঞ্জি শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ নেতা অনুপ রায়। বালিজুরী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজ সেবক এবং স্থলবন্দর সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসাইন, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার। মনোনয়ন প্রত্যাশী সবাই আশাবাদী তারা পাবেন দলীয় মনোনয়ন। তবে শেষ পর্যায় যাচাইবাচাই করার পর কারা থাকছেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রতীক (নৌকা) নিয়ে ভোটের মাঠে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security