...
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

রিয়াদের অবসর নিয়ে দুইরকম কথা অধিনায়ক মুমিনুলের মুখেও!

যা যা মিস করেছেন

মাহমুদউল্লাহ রিয়াদ নিজে এখনও সরাসরি মিডিয়াকে কিছু জানাননি। তবে বোর্ডের একাধিক অতি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তিনি বিসিবি সভপতি নাজমুল হাসান পাপনকে জানিয়ে দিয়েছেন, আর টেস্ট খেলতে চান না। বিসিবি প্রধান তাকে দেশে ফিরে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার কথা বললেও রিয়াদ অবিচল।

এদিকে টিম বাংলাদেশ লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি হারারে থেকে মুঠোফোনে জানিয়েছেন, মাহমুদউল্লাহ দলের সবাইকে জানিয়েছেন, তিনি ‘গুড নোটে’ বিদায় নিতে চান। আর হারারে টেস্টই হলো তার আদর্শ প্লাটফর্ম। তাই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে এ ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন।

এমনকি আজ হারারে টেস্টের পঞ্চম দিন সকালে মাহমুদউল্লাহ রিয়াদকে বিদায়ী সংবর্ধনা ‘গার্ড অফ অনার’ও প্রদান করেছেন সতীর্থরা। যার মানে, এটা যে রিয়াদের শেষ টেস্ট, তা ক্রিকেটাররাসহ পুরো দলই জানতো।

কিন্তু বিস্ময়কর হলেও সত্য, বিসিবি থেকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা অবধি এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়া হয়নি। তারচেয়েও আশ্চর্যজনক কথা, ক্রিকেটারদের সেই গার্ড অফ অনার দেয়ার বিষয়টি জানতেন না খোদ জিম্বাবুয়ে সফরের দলনেতা আহমেদ সাজ্জাদুল আলম ববিও। তিনি নিজে মুঠোফোনে এ তথ্য প্রকাশ করেছেন।

এদিকে রিয়াদের অবসর নিয়ে নাটকীয়তা এখানেই শেষ নয়। হারারে টেস্ট শেষে অধিনায়ক মুমিনুল হকও এ বিষয়ে খোলাসা করে তেমন কিছু জানাতে পারেননি। মুমিনুল দুই রকম কথা বলেছেন।

তিন সেঞ্চুরি, দারুণ জয় ও মাহমুদউল্লাহর টেস্ট থেকে অবসরের বিষয়ে কিছু বলতে বলা হলে টাইগার টেস্ট ক্যাপ্টেন মুমিনুল জবাব দেন এভাবে, ‘শেষটা বলি। এটা তার (রিয়াদের) ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে আমার বলাটা কঠিন।’

মুমিনুল এটুকু বলে থামলে কোনোই সমস্যা ছিল না। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে তখন, যখন তার মুখ থেকে এ কথা বেরিয়েছে, ‘এরকমভাবে আমি অবগত না। যার যার পার্সোনাল ডিসিশন হতে পারে।’

কিন্তু রিয়াদ তো অবসরের ঘোষণা সবার সামনেই দিয়েছেন। সে সম্পর্কে আপনার অনুভূতি কি? মুমিনুলের জবাব, ‘দেখেন আমি তো প্রথমে বললাম, এই ব্যাপারে কোনো কিছু কমেন্ট করাই ডিফিকাল্ট। আমিও জানি ক্রিটিক্যাল কিছু না (কমেন্ট করা) অবশ্যই ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার খারাপ লাগার কথা। যদি খারাপ না লাগে সেটা অবশ্যই অস্বাভাবিক একটা জিনিস।’

তবে আবার এ ম্যাচটাকে রিয়াদের জন্য জিততে মরিয়া ছিল তার দল, এমন কথাও বলেছেন মুমিনুল। তার ভাষায়, ‘আমার কাছে মনে হয় আমরা টিমের জন্য, ওইভাবে না, আমরা চেষ্টা করছি উনার (রিয়াদের) ম্যাচটা যাতে ওইভাবে শেষ হয়। উনার জন্য জিনিসটা ডেডিকেট করে, উনার লাস্ট ম্যাচ যেহেতু শুনলাম। উনার ডেব্যু ম্যাচটাও জিতেছিলেন উনি, লাস্ট ম্যাচটাও জিতেছেন, যদি ওইভাবে ভালো হয়।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.