শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নেত্রকোনায় তিন ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা লুট

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপার্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে তিন হাঁস ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে জখম করে তাদের সাথে থাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

আহত ব্যবসায়ীরা হলেন, উপজেলার মধুপুর (মানশ্রী) গ্রামের নয়ন মিয়া (৪০), জজ মিয়া (৪৫) ও হারেছ মিয়া (৫২)। ঘটনার পরপরই তাদেরকে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবির সরকার জানান, এদের মধ্যে নয়ন মিয়া ও হারেছ মিয়ার অবস্থা শুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়ময়নসিংহ রেফার্ড করা হয়েছে। আর জজ মিয়া মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার (১৫ জুন) তিনি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

তবে অপর পক্ষের কেউ আহত হয়েছেন কিনা এমন তথ্য জানা নেই বলে জানান তিনি।

এ ঘটনায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানশ্রী গ্রামের সোহেল মিয়া, হাসিম মিয়া, দানা মিয়া ও রুবেল মিয়া এ চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন উপজেলার মধুপুর (মানশ্রী) গ্রামের আব্দুল।

এদিকে সোমবার রাতে সোহেল মিয়া বাদী হয়ে অপর পক্ষের ছয় জনকে আসামি করে পাল্টা মামলা করেছেন। এর আগে ৭ জুন উপজেলার মানশ্রী গ্রামের নতুন পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ওইদিন বাড়ির সামনে ডিঙ্গাপোতা হাওর পাড়ে দুই পক্ষের ছোট বাচ্চাদের ফুটবল খেলা দিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ওই ঝগড়ায় বড়দের পর্যন্ত গড়ায়। দুই পক্ষের লোকজনই উত্তেজিত হয়ে উঠলে স্থানীয়রা তাদের থামায়।

এরই জেরে আসামিরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে মানশ্রী সড়কে হাঁস কেনা-বেচারত অবস্থায় ওই তিন ব্যবসায়ীর ওপর হামলা চালায়। কুপিয়ে জখম করে তাদের সাথে থাকা একলক্ষ বিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, দুই পক্ষই মামলা দায়ের করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security