মিঠুন চক্রবর্তী করোনায় আক্রান্ত বলে শোনা যাচ্ছিল। তবে অভিনেতা নিজে সেই গুজব উড়িয়ে দিয়ে বললেন, ‘আমার করোনা হয়নি। একেবারে সুস্থ আছি।’
গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র হয়ে জোরদার প্রচার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় গোটা পশ্চিমবঙ্গ চড়কিপাক খাচ্ছিলেন এই অভিনেতা। সৌজন্যে, নির্বাচনী প্রচার সভা। আর সেই প্রতিটি সভাতেই তাকে একঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল মানুষের দল। ভিড়ে ঠাসা সেই প্রতিটি জনসভায় কখনও মঞ্চের ওপর থেকে কখনও বা প্রচার গাড়িতে বসে গরম গরম ‘হিট সংলাপ’ আওড়ানোসহ বক্তৃতার কাজ সেরেছেন এই ‘জাত গোখরো’। তাকে ঘিরে ফ্যানেদের উছ্বাস, সেলফি তোলার আব্দার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর ছোঁয়া এই ‘সুপারস্টার’।
রাজনীতি মহলের একাংশের ধারণা তৈরি হয়েছিল সম্ভবত তারই পরিণতির ফলে করোনায় আক্রান্ত তিনি। শেষপর্যন্ত সব গুজব উড়িয়ে দিলেন মিঠুন।
সূত্র: হিন্দুস্তান টাইমস