রবিবার, জুলাই ১৪, ২০২৪

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন মামুন

যা যা মিস করেছেন

ডা.এম.এ.মান্নান:
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ৪২৭ ভোট পেয়ে সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরপুরের ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ এ-র এসএসসি ২০০৭ ব্যাচের ছাত্র এবং চাঁনপাড়া সাইদুর ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক
মো.মামুন মিয়া।তার নিকট প্রার্থী মো.আরিফ হোসেন ৩৫০ ভোট পেয়ে পরাজিত হন।

শনিবার(০৪মে)উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৮৭ জন ভোটারের মধ্যে ৮২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দায়িত্ব পাপ্ত নির্বাচন কমিশন তথ্য মতে দুটি প্যানেলে সভাপতি পদে ৩ জন, নির্বাহী সভাপতি পদে ২ জন সিনিয়র সহ-সভাপতি(পুরুষ) পদে ৩ জন,সিনিয়র সহ সভাপতি(মহিলা) পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন,নির্বাহী সম্পাদক পদে ২ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক(পুরুষ)২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জনসহ ৩৬ টি পদে মোট ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও শহীদ শামস উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল আলীম বলেন-আনন্দ ঘন পরিবেশে সুষ্ট ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।ভোট গ্রহন করার জন্য একটি কেন্দ্রসহ ১৪ টি বুট স্হাপন করা হয়েছিল। ৩৬ পদে ৭২ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে।

বিজয়ী বিষয়ে মো.মামুন মিয়া বলেন-নাগরপুর উপজেলা কর্মরত সকল প্রাথমিক শিক্ষকদের কাছে চির কৃতজ্ঞ আমাকে সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত করায়।তিনি আরও বলেন আমিও সকলের নিকট দোয়া চাই আল্লাহ যেন আমাকে সকল শিক্ষকদের কল্যাণে নিয়োজিত রাখেন।

এদিকে উৎসবমুখর নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে জেলা সভাপতি সহিনুর রহমান খান ও
সাধারন সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খোশনবীশ এ-র নেত্বত্বে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষক প্রতিনিধিগণ কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মো.হোসেন মিয়া,নির্বাহী সভাপতি মো.ওয়াহিদুর রহমান খান, সাধারণ সম্পাদক কানিজ ফাতেম (রলে),নির্বাহী সম্পাদক মো.মাহবুবুর রহমানসহ বিভিন্ন পদে ৩৬ জন প্রার্থী বিজয়ী হন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security