মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বগুড়ায় সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

যা যা মিস করেছেন

মোঃ রাসেল আহম্মেদ (বগুড়া প্রতিনিধি) :
নোয়াখালীতে সরকারদলের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার সকাল ১১ টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার বগুড়ার জেলা প্রতিনিধি খালিদ হাসান এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল, তৃনমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মীর, শাওন, রুহুল আমিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্ট, বগুড়া স্পোর্টস্ রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল,বিজয় টিভির বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ, ঢাকা টাইমসের বগুড়া প্রতিনিধি এনাম বাবু, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস আই শাওন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দৈনিক চাদনী বাজারের ফটো সাংবাদিক আসাদুল ইসলাম রাবু, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, আবু ওবায়দা খোকন, রেজাউল করিম রেজা, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন নিবির হাসান, জবস টিবির ব্যুরো প্রধান মোসাব্বর হাসান মুসা, বার্তা বাজারের নন্দীগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, সাংবাদিক রাকিবুল হাসান শান্ত, রুহুল আমিন, খন্দকার আব্দুল মোমিন,ফারুক হোসেন, শহিদুল ইসলাম শাওন, শামীম হোসাইন, আরিফুর রহমান, আহসান হাবিব, মোসাব্বর হাসান মুসা, রফিকুল ইসলাম, ফটো সাংবাদিক মনির, নিবির, সাব্বিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বার্তাবাজারের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন হত্যার সাথে জড়িতদে গ্রেফতার করতে হবে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গড়িমসি করলে সারা বাংলার সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security