বুধবার, জুন ১২, ২০২৪

নান্দাইল পৌর নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

যা যা মিস করেছেন

নান্দাইর, ময়মনসিংহ : নান্দাইল পৌরসভা নির্বাচনে ব্যস্ত রয়েছে প্রার্থীরা প্রচার প্রচারণায়, নৌকা ও ধানের শীষ প্রতীকের দুই প্রার্থী সমান তালে এগিয়ে রয়েছে। ১৯৯৭ইং সনে নান্দাইল, চন্ডিপাশা, আচারগাঁও ইউনিয়নের অংশ বিশেষকে নিয়ে ৯ টি ওয়ার্ডে নান্দাইল পৌরসভা গঠিত হয়। বর্তমানে পৌরসভায় ৪০ হাজারের অধিক জনসংখ্যা বসবাস করছে । মোট ভোটার সংখ্যা-১২হাজার ৩শ ৮৫ জন। পুরুষ-১২ হাজর ৩শ ৮৫জন,মহিলা-১২হাজার ৬শ ৬৭জন মোট ভোটকেন্দ্রের সংখ্যা-১২টি ভোটকক্ষের সংখ্যা ৭১টি। ৯ ওয়ার্ডে ৩২জন কাউন্সিলর প্রার্থীসহ সংরক্ষিত নারী আসনে ১০ জন নারী প্রতিদ্বন্ধিতা করছেন।

সাধারন ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চায়।
আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন পৌর আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র রফিক উদ্দীন ভুইয়া। অপরদিকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়ছেন পৌর বিএনপির সভাপতি,সাবেক পৌরমেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল। আগামী ২৮ ফেব্রুয়ারি নান্দাইল পৌরসভার ৫ম বারের মতো সবগুলো কেন্দ্রে ইভিএম এ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। নান্দাইল পৌরসভা গঠিত হওয়ার পর আওয়ামীলীগ দুবার বিএনপি দুবার মেয়র পদে নির্বাচিত হয়েছে।
নির্বাচনে আওয়ামীলীগ বিএনপির অঙ্গসহযোগী দলের নেতাকর্মীরা নিজ নিজ দলের প্রার্থীকে নির্বাচিত করতে আঁধা জল খেয়ে নেমেছে।

পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হলেও পৌরসভটি কৃষিনির্ভর এলাকা।
প্রার্থী ও তাদের কর্মী বাহিনীরা রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট প্রার্থনা করছে। প্রচারণায় জমে উঠেছে নান্দাইল পৌর নির্বাচন। দিন যতোই ঘনিয়ে যাচ্ছে নির্বাচনের উত্তাপ ততোই বাড়ছে।মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর মাঝেই প্রতিদ্বন্ধিতা সীমাবদ্ধ থাকবে। রিপোর্ট লেখা পর্যন্ত পৌর নির্বাচনে কোনো সহিংস ঘটনা ঘটে নি। শান্তিপুর্ণভাবেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

প্রতিদিন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে পৌরসভার ৯ ওয়ার্ডে মিছিল মিটিং হচ্ছে। গভীর রাত পর্যন্ত প্রার্থীরা মিছিল মিটিং অব্যাহত রেখেছে।পুরো পৌরসভায় উৎসবের আমেজ বিরাজ করছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে দোকানপাট হাটবাজার এখন নির্বাচনী প্রচারনায় মুখরিত।এখন সর্বত্রই একই আলাপ কে হচ্ছেন নান্দাইল পৌসভার নগর পিতা?রেষ্ট্রুরেন্ট চা দোকান হাটে ঘাটে মাঠে সর্বত্রই একই কথা। তবে জনমনে একটি শংকা বিরাজমান নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে কি না?

পৌরবাসীদের সাথে আলাপকালে জানা যায়, নান্দাইল পৌরসভা গঠনের ২৫ বছর গত হলেও এখন পর্যন্ত পৌরসভার নিজস্ব কোনো ভবন না হওয়ার একটি ভাড়া ভবনে পৌরসভার কার্যক্রম চালানো হচ্ছে!এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পৌরবাসী একজন আদর্শ সৎ দুর্নীতিমুক্ত ব্যক্তিকে পৌরপিতা হিসাবে নির্বাচিত করতে চায়।

নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিক উদ্দিন ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বর্তমান চলমান উন্নয়নকে বহাল রাখার জন্য ফের তাকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।

ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের কাছে জানতে চাইলে তিনি গণতন্ত্রকে মুক্ত করার লক্ষে আধুনিক পৌরসভার গড়ার লক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে পৌরবাসীকে আহবান জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security