রবিবার, জুন ৯, ২০২৪

ইবিতে লণ্ঠনের উদ্যোগে আঞ্চলিক ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা

যা যা মিস করেছেন

ইবি প্রতিনিধি-
বিভিন্ন অঞ্চলের অাঞ্চলিক ভাষার মাধূর্য ফুটিয়ে তুলতে এবার আঞ্চলিক ভাষায় বক্তৃতা প্রতিযােগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠন। মহান শহিদ দিবস উদযাপন উপলক্ষে ‘আমার কণ্ঠে, আমার ভাষা’ স্লোগানে এ প্রতিযোগিতার আয়োজন করেছে সংগঠনটি।

প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযােগীকে নিজ কণ্ঠে অনধিক ৩ মিনিটের ভিডিও তৈরি করতে হবে। সেটা লণ্ঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজ (facebook.com/lonthoniu) অথবা ইমেইলে (iulonthon@gmail.com) পাঠাতে হবে। ভিডিও পাঠানাের শেষ সময় ১৭ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট।

সর্বোচ্চ আঞ্চলিক শব্দের ব্যবহার ও বাচনভঙ্গির উপর ভিত্তি করে বিচারকদের মতামতের ভিত্তিতে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে।
ফলাফল প্রকাশ করা হবে ২০শে ফেব্রুয়ারি।

শর্তাবলী-
১। ধারণকৃত ভিডিও এডিট করা যাবে না।
২। নাম, অধ্যয়নরত বিভাগ, শিক্ষাবর্ষ উল্লেখপূর্বক প্রতিযােগীর নিজ এবং নিজ জেলা সম্পর্কে নিজস্ব আঞ্চলিক ভাষায় ভিডিও ধারণ করতে হবে।
৩। ভিডিও পাঠানাের সময় অবশ্যই প্রতিযােগীর পূর্ণাঙ্গ নাম ও যােগাযােগের জন্য মােবাইল নম্বর সংযুক্ত করতে হবে।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ৫০০ টাকা সমমূল্যের গিফট হ্যাম্পার, দ্বিতীয় পুরস্কার ৩০০ টাকা সমমূল্যের গিফট হ্যাম্পার ও তৃতীয় পুরস্কার ২০০ টাকা সমমূল্যের গিফট হ্যাম্পার। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে সান্তনা পুরস্কার।

প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন প্রয়োজনে ০১৭৭৩-৭৬৯৪১৫ অথবা
অথবা ০১৫১৫৬৯৪৪৭০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security