(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ)
নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদের ইমাম ইমরান হোসেন রিশাদ প্রায় ১ কোটি টাকার উপর নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠে আসছে।
এতে স্থানীয় সূত্রে জানা যায় হক মার্কেটের
সীমু গার্মেন্টস এর মালিক ইমরান হোসেন রিসাদ ব্যবসার খাতিরে বিভিন্ন এনজিও মানুষের কাছে থেকে ধার ও সুদের উপর প্রায় ১ কোটি টাকা নেন তিনি। হঠাৎ গত ১ই জুন রাতে তিনি উধাও হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
এই বিষয়ে একাধিক ভুক্তভোগী বলেন ইমরান একজন ইমাম ( হুজুর) মানুষ, তাকে আমরা বিশ্বাস করে টাকা দিয়েছি সে যে টাকা নিয়ে চলে যাবে আমরা তা ভাবতেও পারেনি , ভুক্তভোগীরা আরো বলেন
ইমরান পালিয়ে যাওয়ার পর টাকার জন্য আমরা ইমরানের বাবার কাছে গেলে তিনি টাকা দিতে অস্বীকার করেন ।
এই বিষয় ইমরানের মা বলেন আমরা ছেলে ব্যবসায় লস খেয়ে তাছাড়া সুদের উপর যেসব টাকা নিয়েছে তাদের টাকা না দিতে পেরে লজ্জায় নিখোঁজ হয়েছে। কোথায় আছে কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমরা জানি না।