শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন বন্ধে সুশীল সমাজ ও মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ‘নারী ও শিশু নির্যাতন বন্ধে সুশীল সমাজ ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে বেসরকারি সংস্থা আইইডি’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই মত বিনিময় সভার আয়োজন করে।

জনউদ্যোগের সিনিয়র সদস্য, লেখক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে জনউদ্যোগের ফেলো সাংবাদিক শ্যমলেন্দু পালের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোরশেদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট রাসেল আহম্মেদ খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট মো. আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, নেত্রকোনা পৌরসভার মহিলা কাউন্সিলার শিমুল চৌধুরী বেবী, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ্, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদ নেত্রী মঞ্জু রানী সরকার, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, সাংবাদিক কামাল হোসেন, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, পরিবেশ বাচাঁও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ্ এমরান এবং নারী নেত্রী শিল্পী ভট্টাচার্য।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ