শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপনের সিদ্ধান্ত

যা যা মিস করেছেন

ল্যাটিন আমেরিকার ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার” প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী” (ব্রাজিলিয়ান) পর্তুগীজ ভাষায় অনুবাদসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেসে মুদ্রিত হবে।

সম্প্রতি ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেক্টর (উপাচার্য) ডঃ মার্সিয়া আবরাও মৌরার মধ্যে এক বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ দুটি জনকূটনীতি-উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় বাংলাদেশ ব্র্যান্ডিং আরো এগিয়ে যাবে।

ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিতব্য বঙ্গবন্ধু চেয়ারের আওতায় মূলতঃ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও তাঁর অর্জনসমূহ নিয়ে গবেষণা করা হবে। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে তাঁর অবদান নিয়ে ব্রাজিলিয়ান গবেষকরা গবেষণা করবেন। যুদ্ধবিধস্ত বাংলাদেশ পুনর্গঠনে ও সদ্যস্বাধীন বাংলাদেশকে বিশ্বসভায় প্রতিষ্ঠা করার কাজে বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব নিয়েও তাঁরা কাজ করবেন।

এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে গবেষণার ক্ষেত্রেও ব্রাজিলিয়ান গবেষকদের জন্য এক নবদিগন্তের সূচনা করবে। তাঁদের এসব গবেষণাকর্ম বাংলাদেশের নিকট ভূকৌশলগত ও ভূরাজনৈতিক গুরুত্ব অনুধাবনে ব্রাজিলের নীতিনির্ধারকদের সহায়তা করবে।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পর্তুগীজ ভাষায় অনুবাদ সম্পন্ন হলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রাজিলের জনগণের কাছে বিশদভাবে উন্মাচিত হবেন। এটি দুদেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করবে, যা অন্যতম উদীয়মান অর্থনীতি বাংলাদেশের সাথে ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ ও বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি ব্রাজিলের মধ্যে সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security