মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ১৯, শনাক্ত ১,৭৬৭

যা যা মিস করেছেন

অনলাইন রিপোর্টার: ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে  মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১৫৯ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত ১ হাজার ৭৬৭ জন এ নিয়ে বর্তমানে করোনা আক্রান্ত রোগী ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।

বর্তমানে দেশে ১১৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৯৬৭টি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী ৬ জন।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৭৯১ জন আর কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৯৫১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৮৭ জন আর ছাড়া পেয়েছেন ২৫১ জন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security