শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

টেকনাফে একমাসে ৫৬ হাজার ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ৪২

যা যা মিস করেছেন

কক্সবাজারের টেকনাফ বিভিন্ন এলাকায় অক্টোবর মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেল বিশেষ অভিযান চালিয়ে ৫৬ হাজার ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করেছে। এসব উদ্ধারের ঘটনায় ৪২ জনকে আটক করা হয়। পাশাপাশি ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের ইনচার্জ দেওয়ান মো. জিল্লুর রহমান।

তিনি জানান, টেকনাফ জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের সদস্যরা অক্টোবর মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১০টি ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এসব উদ্ধারের ঘটনায় ৩২ মামলায় ৪২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৩০০ টাকা।

তিনি আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security