শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জাপানে পুরস্কৃত ফারুকীর ‘শনিবার বিকেল’

যা যা মিস করেছেন

দেশে সেন্সর ছাড়পত্র না পেলেও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা বিশ্বজুড়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়ে বেড়াচ্ছে। শুধু তা-ই নয়, জিতে নিচ্ছে একের পর এক পুরস্কার।

সেই ধারাবাহিকতায় এবার জাপানের ৩০তম ‘ফুকৌকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘কুমামোতো সিটি অ্যাওয়ার্ড’ জিতেছে আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
পরিচালক ফারুকী জানান,‘আমি ফুকৌকার দর্শকদের কৃতজ্ঞতা জানাই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। একই সঙ্গে আমার টিমের সকল সদস্যদেরকেও ধন্যবাদ জানাবো, যাদের অক্লান্ত পরিশ্রমে ছবিটি বানাতে পেরেছিলাম। আমি আশা করছি বাংলাদেশের দর্শকরা খুব শিগগিরই ছবিটি দেখতে পাবে।’
এদিকে বাংলাদেশের সেন্সর বোর্ডে ‘শনিবার বিকেল’ আটকে আছে অনেকদিন যাবৎ।দেশের দর্শকরা আদৌ ছবিটির দেখতে পারবে কিনা? ফারুকী জানান, ‘আমরা সেন্সর বোর্ডে আপিল করেছি। এরপর আসলে কোন রেজাল্ট জানি না।’
গুলশানের হলি আর্টিজানে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন। ছবিটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে আছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে।
এর আগে ‘শনিবার বিকেল’ ফ্রান্সে নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাই স্কুল জুরি অ্যাওয়ার্ড, মস্কো ফিল্ম ফেস্টিভালে দুইটি ইনডিপেন্ডেন্ট জুরি অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া সিডনি ও মিউনিখ ফিল্ম ফেস্টিভালে ছবিটি প্রদর্শনের পর প্রশংসিত হয়েছিল।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security