শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাবার চিকিৎসার জন্য ভিক্ষা করছিল শিশু, পাশে দাঁড়ালেন তথ্যমন্ত্রী

যা যা মিস করেছেন

অসুস্থ বাবার জন্য ওষুধ ও খাবার যোগাতে ভিক্ষা করছিল শিশু আকলিমা আক্তার (১২)। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাদের সহায়তায় এগিয়ে এসেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার উদ্যোগে শনিবার দুপুরে আকলিমা ও তার অসুস্থ বাবা মোঃ হেলালের হাতে দুটি ভ্যান ও নগদ অর্থ সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর উজ্জল, মুক্তিযোদ্ধা জাকির হোসেন মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, অসুস্থ বাবা মোঃ হেলালকে নিয়ে পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন এলাকায় ভাড়া বাসায় থাকে শিশু আকলিমা আক্তার। হেলালের পৈত্রিক বাড়ি ছিল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। তার প্রথম স্ত্রীর পাঁচ ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় বিয়ের পর স্ত্রীকে নিয়ে সাভার এলাকায় আলাদা থাকতেন হেলাল। সেখানেই জন্ম হয় আকলিমার। শিশু আকলিমার বয়স যখন দুই বছর তখন ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান আকলিমার মা নাসিমা আক্তার। এরপরই ছোট মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন হেলাল। দীর্ঘদিন আশপাশের লোকজনের কাছে মেয়েকে রেখে কাজে যেতেন তিনি। অনেক কষ্টে মেয়েকে বড় করে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়িয়েছেন। তিন বছর আগে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হন তিনি। ফলে এখন আর কাজ করতে পারেন না।

সেখান থেকে মেয়ে আকলিমাকে নিয়ে ট্রেনে চেপে তিনি চলে আসেন পঞ্চগড়ে। আকলিমা প্রতিদিন সকালে রেলস্টেশন এলাকায় হোটেল থেকে পরোটা কিনে বাবাকে খাইয়ে এবং নিজে খাওয়ার পর বাবাকে ওষুধ খাইয়ে ভিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়। জেলা শহর ছাড়াও আশপাশের বাজারে ভিক্ষা করে দিনে প্রায় দুই থেকে আড়াই শ’ টাকা পায় সে। এই টাকা দিয়েই বাবার জন্য ওষুধ ও খাবার কেনে আকলিমা। এই খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি চোখে পড়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের।

আকলিমার বাবা মোঃ হেলাল তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের মতো নগণ্য মানুষদের খবর তিনি রাখেন। এখন আর আমার শিশু মেয়েটিকে ভিক্ষা করতে হবে না। দুটি ভ্যান কাউকে ভাড়া দিয়ে সেখান থেকে যে আয় আসবে তা দিয়েই দুজনের সংসার ও ওষুধপত্র কেনা যাবে। এখন মেয়েকে স্কুলে ভর্তি করাব। পাশাপাশি তাকে সেলাইয়ের কাজ শেখাব।

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, শিশু আকলিমা তার বাবার ওষুধ ও খাবারের জন্য ভিক্ষা করছে- গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর তা তথ্যমন্ত্রীর চোখে পড়ে। তিনি তাৎক্ষণিক শিশুটিকে সহায়তার জন্য আমার কাছে কিছু টাকা পাঠান। সেই টাকা থেকে তাদের হাতে দুটি ভ্যান ও নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হলো। ভ্যান দুটি ভাড়া দিয়ে তারা নিজেদের খরচ যোগাতে পারবে। এছাড়া তথ্যমন্ত্রী তাদের মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি বাড়ি করে দেয়ারও পরামর্শ দিয়েছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security