মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

মামা-ভাগ্নে যেখানে আপদ দেখি সেখানে!

যা যা মিস করেছেন

মামা-ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে- বহুল প্রচলিত এই প্রবাদের সঙ্গে মিল রেখেই যেন নির্বিঘ্নে ‘ফোর টোয়েন্টি কারবার’ চালিয়ে আসছিল তারা। কখনও ভাগ্নে বেলায়েত শেখ নেতৃত্ব দেয় প্রতারক দলের, তো কখনও মামা আবুল হোসেন ওরফে হাসেম। ডলার বিক্রির নামে প্রতারণা, পশুর হাটে কম টাকা দিয়ে গরু নিয়ে উধাও, ডাবের পানির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে সর্বস্ব লুট করার মতো বহু ঘটনার হোতা তারা। এত নিখুঁতভাবে তারা মানুষকে ঠকায় যে, ভুক্তভোগীরও তা বুঝতে সময় লেগে যায়। এ কারণে সহযোগীরা তাদের ‘ফোর টোয়েন্টির গুরু’ হিসেবে মানে। তবে ‘চোরের ১০ দিন গৃহস্থের একদিন’ বলেও একটি কথা আছে। আর তাই এবার রাজধানীর বিভিন্ন পশুর হাটে প্রতারণা করে ধরা পড়ে মামা-ভাগ্নেসহ চক্রের ৩৫ সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে প্রতারণার নানা কাহিনি।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘মামা-ভাগ্নের এই চক্র নানারকম প্রতারণায় জড়িত। ভাগ্নে বেলায়েত শেখই বেশি ধূর্ত। সে একেক সময় একেক কৌশলে মানুষকে ঠকিয়ে আসছে। প্রায় ১০ বছর আগে উত্তরায় ডাব বিক্রি করত বেলায়েত। তবে সেটা ছিল তার আড়াল। সুযোগ বুঝে সে ডাবের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে টার্গেট ব্যক্তিকে অচেতন করে ফেলত। পরে তার সহযোগীরা ওই ব্যক্তির সর্বস্ব কেড়ে নিয়ে চম্পট দিত। তিন বছর আগে বনানীতে ডলার প্রতারণার মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হয়। সর্বশেষ বাড্ডার আফতাবনগরে কোরবানির পশুর হাটে অভিনব কৌশলে সক্রিয় হয় তারা।’

পুলিশ জানায়, পশুর হাটে ক্রেতা সেজে ঢুকে এক হাজার ও ৫০০ টাকার নোটের বান্ডিলের ভেতর ১০, ২০, ৫০ টাকার পুরোনো নোট দিয়ে লাখ টাকা দামের গরু নিয়ে উধাও হচ্ছিল প্রতারকরা। এক লাখ ১৩ হাজার টাকায় গরু বিক্রির পর টাকা গুনতে গিয়ে বিক্রেতা দেখেন, তিনি পেয়েছেন মাত্র ১৩ হাজার ৮০০ টাকা। এমন কয়েকটি অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। ৩১ জুলাই রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকা থেকে চক্রের ৩৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাড্ডা, মতিঝিল ও সূত্রাপুর থানায় চারটি মামলা হয়েছে। তাদের মধ্যে ছয়জন পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security