মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

রাস্তায় শৃঙ্খলা:সেপ্টেম্বর মাসব্যাপী ডিএমপির বিশেষ কার্যক্রম

যা যা মিস করেছেন

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বাসস্টপের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘সড়কে যত্রতত্র বাস থামানো যাবে না। এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যাওয়ার পথে কোথাও বাস থামানো যাবে না এবং বাসের দরজা বন্ধ রাখতে হবে।’
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরের রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেপ্টেম্বর মাসব্যাপী বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে ডিএমপি। এই কার্যক্রমের অংশ হিসেবে যত দিন শৃঙ্খলা ফিরে না আসবে, তত দিন পুলিশ কাজ করে যাবে।
রাজধানীতে এখন থেকে আর কোনও লেগুনা (হিউম্যান হলার) চলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। তাই এখন থেকে আর কোনও লেগুনা চলবে না। এতদিন যেসব লেগুনা চলছে, তার কোনও রুট পারমিট নেই। সব অবৈধভাবে চলছে, কারও কোনও অনুমতি নেই।’
তিনি আরও বলেন, ‘তবে শহরের উপকণ্ঠে লেগুনা চলতে পারবে। সেখানে লেগুনা চললে কোনও বাধা দেওয়া হবে না। যেমন, বসিলা, ৩০০ ফিট এলাকার ওদিকে চলতে পারবে।’
১২১টি বাসস্ট্যান্ড

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে তাদের সহযোগিতায় মহানগরীতে ১২১টি বাস স্টপেজ নির্ধারণ করেছি। মহানগরীতে চলাচলকারী বাসগুলো কেবল সেখানেই থামবে। পথে বাসের দরজা বন্ধ থাকবে। স্টপেজ ছাড়া কোথাও কোনও যাত্রী ওঠানামা করতে পারবে না। সিটি করপোরেশন নির্ধারিত বাস স্টপেজে সাইনবোর্ড বসাবে। সাইনবোর্ডের কাজ প্রায় শেষ। এ সপ্তাহেই এগুলো নির্ধারিত স্থানে বসানো হবে। বাসের দরজা বন্ধ রাখার কাজটি ৯০ শতাংশ হয়েছে, সেপ্টেম্বরে মাসব্যাপী ট্রাফিক কর্মসূচি পালনের সময় এটি শতভাগ হবে। বাসস্টপেজ ছাড়া কোথাও বাস থামলে তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেবে।’

মডেল ট্রাফিক সিস্টেম

রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মডেল ট্রাফিক সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘এই পথে স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে গাড়ি চলাচল করবে। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়কেও এই পদ্ধতি চালু করা হবে।’

নো হেলমেট, নো পেট্রোল

প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে। হেলমেট ছাড়া কেউ কোনও পেট্রোল পাম্পে জ্বালানি নিতে গেলে তাদের জ্বালানি দেওয়া হবে না। ইতোমধ্যে রাজধানীর পেট্রোল পাম্পগুলো এই কার্যক্রম চালু করেছে। তাদের এ বিষয়ে পুলিশ নির্দেশনা দিয়েছে। মোটরসাইকেলে দুজনের বেশি চড়তে পারবে না। কোনও ফুটপাতে মোটরসাইকেল দেখা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিয়েছেন কমিশনার।

নিবন্ধন ছাড়া কোনও রিকশা চলবে না

ঢাকা সিটি করপোরেশনের নিবন্ধন ছাড়া কোনও রিকশা চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘যেসব রিকশার নিবন্ধন রয়েছে, কেবল সেগুলো ঢাকা শহরের রিকশা চলার অনুমোদিত সড়কগুলোতে চলতে পারবে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security