মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু

যা যা মিস করেছেন

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানে সিটিটিসির সদস্যরা ড্রোন ব্যবহার করছে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

Nasirpur village the mail bd

এদিকে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তারা অভিযান শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।

নাসিরপুরে অভিযান শেষে হলে পৌর এলাকার বড়হাটের জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সকাল সাড়ে ১০টার দিকে সোয়াট বাহিনী নাসিরপুরে নতুন করে অভিযান শুরুর পর পৌনে ১২টার দিকে বেশ কিছু সময় সেখানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে কয়েকটি বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়।

পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ওই বাড়ির কাছেই অবস্থান নিয়ে আছেন। সোয়াট সদস্যদের অভিযান শেষে তাদের কাজ ‍শুরু হবে। তার আগে ড্রোন পাঠিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরিকল্পনা রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের।

এদিকে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকাল অন্য জঙ্গি আস্তানা ঘিরেও চূড়ান্ত অভিযানের প্রস্তুতি চলছে। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বেলা ১১টার দিকে বড়হাটের অভিযানস্থলে যান।

পরে তিনি সাংবাদিকদের বলেন,  নাসিরপুরের অভিযান সমাপ্ত হওয়ার পরেই বরহাটে অভিযান শুরু করা হবে।

“এখানে আমরা রেকি করলাম এবং অপারেশন পরিকল্পনা করা হচ্ছে। ওখানে শেষ করে এসেই আমরা এখানে অভিযান শুরু করব।”

ওই সময় মনিরুল বলেছিলেন, “নাসিরপুরের ভবনটি এখনো আমাদের দখলে নেওয়া সম্ভব হয়নি। সেই কাজটি অব্যাহত আছে। ভবনটি দখলে নেয়ার পরই আমরা বলতে পারব সেখানে কতজন ছিল বা কী অবস্থা ভেতরের।”

লন্ডন প্রবাসী এক ব্যক্তির মালিকানাধীন এ দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোরে ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর দিনভর থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় দুই এলাকা থেকে।

বিকালে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট পৌঁছানোর পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় শুরু হয় ‘অপারেশন হিট ব্যাক’।

সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টির মধ্যেই অভিযান শুরুর পর বাগানঘেরা ওই বাংলো ধাঁচের বাড়ির দিক থেকে টানা গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। তবে সাড়ে ৭টার পর পরিস্থিতি চুপচাপ হয়ে আসে।

কিন্তু ভোররাতে ঝড়-বৃষ্টি শুরু হলে অভিযান আরও বিলম্বিত হয়। সোয়াট সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে নাসিরপুরে এলেও তাদের বৃষ্টি থামার অপেক্ষায় থাকতে হয়।

প্রায় ১৮ কিলোমিটার ব্যবধানে ওই দুই বাড়িরই মালিক লন্ডন প্রবাসী এক ব্যক্তি। দুই বাড়িতে নারী ও শিশুসহ জনা দশেক লোক রয়েছে বলে ধারণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ওই দুই এলাকায় আগের দিনই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ।

এদিকে বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়ীতে আরও একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে কাউন্টার পুলিশের টেররিজম ইউনিটের সদস্যরা।

তবে বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন থাকায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ভোটের পর সেখানে অভিযান হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security