শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ট্যানারি কারখানাগুলোর গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ

যা যা মিস করেছেন

Tenari the mail bd

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন পরিবেশবাদী সংগঠন বেলার আইনজীবী অ্যাডভোকেট রিজওয়ানা হাসান।

আবেদনকারী আইনজীবী রেজওয়ানা হাসান বলেন, যারা বারবার বলার পরেও কারখানাগুলো সরিয়ে নেয়নি, সেইসব কারখানা বন্ধ করার পাশাপাশি সেসব ভবনের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা চেয়ে আবেদনটি করলে আদালত ট্যানারিগুলো বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ৬ এপ্রিল দাখিল করতে বলেছেন হাইকোর্ট।

এর আগে ২ মার্চ হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় ১৫৪ কারখানাকে জরিমানার ৩০ কোটি ৮৫ লাখ টাকা দুই সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেন। শিল্পসচিব আদালতে এসে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আগস্ট থেকে এই কারখানাগুলোর জরিমানার টাকা বকেয়া রয়েছে জানার।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security