বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪

একক বাজার ত্যাগ করবে ব্রিটেন

যা যা মিস করেছেন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, যুক্তরাজ্যে কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একক বাজারে থাকতে পারে না। কারণ এর অর্থ হবে ইইউ থেকে একদমই বেরিয়ে না যাওয়া।theresa me the mail bd

 

তবে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যতটুকু সম্ভব মুক্ত বাণিজ্যের চুক্তি করা হবে এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও নতুন করে বাণিজ্য চুক্তি হবে।

একইসঙ্গে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বশেষ যে চুক্তিটি হবে তার ওপর সংসদ ভোটদান করবে বলেও জানান মে।

তবে বিরোধী লেবার পার্টি বলছে, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় বড় ধরনের বিপদ রয়েছে। থেরেসা মে তার বহু প্রতীক্ষিত বক্তব্যে ব্রেক্সিট দেনদরবারে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

তিনি বলেন, একক বাজারে থাকার অর্থ হবে ইইউ’র নিয়মকানুন মেনে নেয়া, অথচ সেই আইন তৈরিতে ব্রিটেনের কোনো ভূমিকাই থাকবে না।

থেরেসা বলেন, ইইউ’র সঙ্গে তিনি শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চান। তিনি আশাবাদী যে দুই পক্ষের স্বার্থ বিবেচনা করেই চুক্তিতে পৌঁছানো যাবে।

ব্রিটেন নিজেদের অভিবাসন নীতি তৈরির ক্ষমতা নিজেদের হাতেই পুনরায় নেবে বলেও মন্তব্য করেন তিনি। মে বলেন, যদিও ইইউ’কে আর বড় অংকের অর্থ দেবে না ব্রিটেন, তবে ব্রিটেন যেসব প্রকল্পের অংশ হতে চায় সেখানে তারা অংশ নেবে।

সূত্রঃ বিবিসি বাংলা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security