শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১৩বুদ্ধিজীবীর মধ্যে একজন

যা যা মিস করেছেন

pm-of-bangladesh-the-mail-bd

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে একজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার রাজধানীর ওসমানি মিলনায়তনে সমাজসেবা দিবস ২০১৭ উপলক্ষে ৪ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাটি ও মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে শেখ হাসিনা সফল হয়েছে। বঙ্গবন্ধু যে সমাজসেবার গোড়াপত্তন করেছিলেন তার সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ তিনি সফল হয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজসেবা অধিদপ্তর ২১১টি প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের বিকাশ, সুরক্ষা ও উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয় ৫০টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। এ সময় সফল ক্ষুদ্রঋণ গ্রহীতা ক্যাটাগরিতে তিনজন, দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৩ এবং শিশু পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে সফল তিনজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সমাজসেবার উদ্ভাবন এবার সেবায় ডিজিটালাইজেশন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ দিনব্যাপী এই মেলা বিকেল ৫টা থেকে শুরু হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মহাপরিচালক, পরিচালক প্রমুখ।

ফরেন পলিসি প্রতি বছর ‘১০০ লিডিং গ্লোবাল থিংকার্স’ শিরোনামে এই তালিকা প্রকাশ করে। ২০০৯ সাল থেকে ক্রমানয়ে এই বুদ্ধিজীবিদের নাম প্রকাশ করে আসছে সাময়িকিটি। ফরেন পলিসির সম্পাদকরা বিশ্বে পরিবর্তন আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অবদান ও ধারণাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করেন। বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তা ও স্বপ্নদ্রষ্টাদের নাম এতে স্থান পায়। যুক্তরাষ্ট্রের সাময়িকী “ফরেন পলিসি”র প্রকাশিত বাৎসরিক প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ১৩ জন বুদ্ধিজীবীর মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

@-জননেত্রী শেখ হাসিনার সঙ্গে এই তালিকায় রয়েছেন,
@-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা,
@-সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন,
@-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,
@-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,
@-জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল,
@-ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি,
@-মৌরিতানিয়ার প্রেসিডেন্ট আমিনাহ গুরিব,
@-মিয়ানমারের নেত্রী অং সান সু চি।
নিজের শিক্ষা আর শিক্ষাগত যোগ্যতা, সত-সাহস, কঠোর পরিশ্রম, বলিষ্ঠ মনোবল, রাজনৈতিক, কূটনৈতিক দূরদর্শিতার কারনে জননেত্রী শেখ হাসিনা একজন বুদ্ধিমতি সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের মাঝে মাথা উচু করে দাড়ীয়ে আছে।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সফলতাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করি। আল্লাহ আমাদের সহায় হোন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security