মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

আবারও কল্যাণপুর পোড়া বস্তিতে আগুন

যা যা মিস করেছেন

kallanpur the mail bd

রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে আগুন লেগেছে।  তবে এক ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। ।এতে বেশ কিছু ঘর পুড়ে গেছে।  উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই আগুন দিয়েছে বলে বস্তিবাসীর অভিযোগ।

একই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বস্তিবাসীর কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।  এতে কয়েকজন আহত হন।  পরে দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক  আজ  বলেন, সকাল পৌনে ১০টার দিকে কে বা কারা বস্তির আট নম্বর অংশে আগুন দেয়।  পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

বস্তিবাসীর ভাষ্য, আগুন নেভানোর ব্যাপারে প্রথমে তাঁরাই উদ্যোগী হন।  অনেক পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।  আগুনে অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে।  বেলা ১১টার দিকে আগুন নেভানো হয়।

 

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ