...
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সুনামগঞ্জে অবরোধ বিরোধী আওয়ামীলীগের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

যা যা মিস করেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি:
সারাদেশে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে অবরোধের ৩য় দিনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অবরোধ-বিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে এ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড হয়ে ওয়েজখালী থেকে শহরের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয় হয়ে পশ্চিম বাজার ঘুরে কাজিরপয়েন্ট, ষোলঘর পয়েন্ট, হোসেন বখ্ত চত্বর, কালীবাড়ি সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়ায় জড়ো হন নেতাকর্মীরা।

এর আগে, শহরের নতুন বাসস্ট্যান্ডে সরজমিন উপস্থিত হয়ে বাস মালিক-চালক ও পথচারীদের সাথে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

বিএনপির ডাকা ৩দিন অবরোধ ব্যর্থ হয়েছে উল্লেখ্য করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, আমাদের দেশের মানুষ এখন আর হরতাল-অবরোধ চায় না। দেশের সব অফিস-আদালত, স্কুল-কলেজ খুলা রয়েছে। সুনামগঞ্জের দিকে লক্ষ্য করুন দেখবেন সব কিছুই স্বাভাবিক আছে। যানবাহন চলছে, দূরপাল্লার বাস চলাচল করছে।

বিএনপির চোরাগোপ্তা হামলাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নোমান বখত পলিন বলেন, আপনারা যারা চোরাগোপ্তা হামলা করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা দেখেছেন সারা দেশে যেভাবে চোরাগোপ্তা হামলা চালানো হয়েছিল তার দাঁত ভাঙ্গা জবাব আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের সর্বস্তরের জনগণ দিয়েছেন। আপনাদের স্পষ্ট বলতে চাই, অবরোধের নামে কোনো এম্বুলেন্স, জরুরী ঔষধের গাড়ি কিংবা কোনো যানবাহনে হামলা চালাতে আসবেন না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী, মানুষ মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছে। আমরা জেলা আওয়ামী লীগ সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে উন্নয়নের কথা বলছি। পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন।

এসময় উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড মাহমুদুল হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হুসেন নাহিদ, সদস্য শাহারুল আলম আফজাল, সেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ঝন্টু তালুকদার, মো:শাহীন হুসেন, সেচ্ছাসেবক লীগ নেতা পল, সম্রাট, রুবেল, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল লেইস রিজেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, সহ সভাপতি খোরশেদুল হাসান খোরশেদ, সহ সভাপতি ইফতি বখত, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তন্ময় দাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাক্ষর রায়, সহ সভাপতি বিশাল দে প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.