...
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ঘরে ঘরে ঈদ আনন্দ ছড়িয়ে দিল ফেসবুক গ্রুপ নলছিটি পরিবার

যা যা মিস করেছেন


আরিফুর রহমান, ঝালকাঠি ।।

ঝালকাঠির নলছিটিতে ঈদুল ফিতর উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছেন ফেসবুক গ্রুপ নলছিটি পরিবার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা শহরের নলছিটি পরিবারের অস্থায়ী কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নে নিযুক্ত মডারেটর ও ভলানটিয়ারদের মধ্যে উপহারের প্যাকেট তুলে দেন আয়োজকরা। এসময় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপ ক্রিয়েটর এবং নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো: মেহেদী হাসান।

পরে নলছিটি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ তিনশতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুস, ট্যাংক ও পোলাউ চাল । ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম বিতরণ অব্যহত রাখার চেস্টা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উপহারসামগ্রী পেয়ে বৈচন্ডী গ্রামের প্রতিবন্ধি আবদুল মান্নান ফকির বলেন, দ্রব্যেমূল্য উর্দ্ধগতি ও প্রচন্ড তাপদাহ ল্যাইগা মানুষের কাজকাম তেমন নাই। পোলা-মাইয়া নিয়া কোনো রকম ডাল-ভাত খাইয়া সংসার চলতেছে। আপনাগো দেওয়া খাবার পাইয়া মনে হইতাছে এবারের ঈদটা ভালোই কাটব। ’
এই সহায়তা পেয়ে তারা সবাই যেমন খুশি, তেমনি নলছিটি পরিবারের সবাইকে প্রাণভরে দোয়া করেছেন।

নলছিটি পরিবার মডারেটর হাসান আবেদুর রেজা সুজন বলেন, ‘আর্তমানবতার সেবায় নলছিটি পরিবার গ্রুপ সব সময় এগিয়ে। বিগত ২০২০ সালে করোনা শুরুর সময় সবার আগে নলছিটি পরিবার গ্রুপ এগিয়ে এসে অসহায়দের ঈদ উপহার দিয়েছে।এবার চতুর্থবারের মত এ ধারা অব্যহত রাখা হয়েছে।

শীতের সময় মানবতার দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া বৃক্ষরোপন, চিকিৎসা সেবায় ডিসকাউন্টন কার্ড সরবারহ, বেকারদের কর্মস্থানের সুযোগসৃষ্টিসহ জনকল্যানমুলক নানা কর্মসুচি বাস্তবায়ন করছে।

মডারেটর তুহিন মিত্র বলেন, ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে নলছিটির জনগণের জন্য। এজন্য পরিবারের সদস্য ও নগদ অর্থদিয়ে সহায়তাকারী সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। নলছিটি পরিবারে দানকারীদের মতো যদি সমাজের উচ্চবিত্তরা এগিয়ে আসত, তবে আমাদের দেশে অভাব বলে কিছু থাকত না।

অপর মডারেটর ফয়সাল আব্দুল্লাহ বলেন, ‘নলছিটি পরিবার বারবার আমাদের উপজেলার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। অভাবী লোকগুলোর মুখে হাসি ফুটিয়ে চলেছে। আজ ঈদ উপহারে যেসব দিয়েছে, এ রকম খাদ্যসামগ্রী অভাবী এই মানুষগুলো অনেক দিন খায়নি। ঈদটা তাদের ভালোই যাবে। ধন্যবাদ নলছিটি পরিবার সদস্যদের। ’

এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গ্রুপ এডমিন মো: মেহেদি হাসান, মডারেটর হাসান আরেফিন, ফয়সাল আব্দুল্লাহ, হাসান আবেদুর রেজা সুজন, তুহিন মিত্র, রুহুল আমিন প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.