মঙ্গলবার, মে ৭, ২০২৪

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ৩৬ হাজার, আক্রান্ত ১০ কোটি ৭০ লাখ

যা যা মিস করেছেন

বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে। গত কয়েকদিন ধরে দৈনিক ১০ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। তবে গত একদিনে মৃত্যু হয়েছে আট হাজার ১৯০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৩৫৪ জন।

মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৭০ লাখ তিন হাজার ৫২৬ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা সাত কোটি ৮৯ লাখ ‌৯৪ হাজার ৫৯৪ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা দুই কোটি ৭৭ লাখ ৬২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন চার লাখ ৭৬ হাজার ৪০৫ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি আট লাখ ৪৭ হাজার ৭৯০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ১৯৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ৫০ হাজার ৩০১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৩২ হাজার ২৪৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security