শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় বেড়েছে শীতের তীব্রতা

জসিম উদ্দীন কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে পৌষ মাসের প্রথম দিকে শীতের তীব্রতা কম থাকলেও মাঘ মাসের ১ তারিখ থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী গ্রাম গুলো। বইতে শুরু হয়েছে পাহাড়ি হিমেল হাওয়া। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রামের মানুষগুলো। যান চলাচলের ক্ষেত্রে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।
এদিকে শীত তীব্রতা হওয়াই কাপড়ের দোকানে এখনো ভিড় করছে লোকজন। বেশি ভিড় করছেন ফুটপাতের পুরোনো কাপড়ের দোকানে। কেউ কেউ শীতের পিঠা খেতেও দোকানে ভিড় জমাচ্ছেন।
ঘন কুয়াশার কারণে মাঘ মাসের গেল তিন দিনে সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি বললেই চলে। হাড় কাঁপানো শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না।
অন্যদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বৃদ্ধ ও শিশুসহ ঠান্ডাজনিত নানা রোগ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন ।

এদিকে খবর নিয়ে জানা যায় নেত্রকোণা সদর হসপিটালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে দিন দিন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ