মঙ্গলবার, মে ৭, ২০২৪

বিলাইছড়িতে অস্ত্র-গোলাবারুদসহ ৭ জন গ্রফতার

যা যা মিস করেছেন

রাঙামাটির বিলাইছড়িতে সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সাত পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী। গতকাল রবিবার (১৭ জানুয়ারি) রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়া থেকে তাদের আটক করা হয়।

গ্রফতাকৃতরা হলেন— বীর বাহাদুর ত্রিপুরা (২৬), চাইল ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বীর মণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা (৪৪), লক্ষণ ত্রিপুরা (৩০) ও জীবন ত্রিপুরা (২৬)।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নুরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়ায় যৌথবাহিনী অভিযানে নামে। অভিযানে ছয়টি একনলা বন্দুক, ২টি ছুরি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।

বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেছেন, ফারুয়া ইউনিয়নে শনিবার রাত থেকে অভিযান চালিয়ে রোববার ১৭ জানুয়ারি সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বিলাইছড়ি থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা ও একটি বিস্ফোরক দ্রব্য মামলা দায়ের করেছে। সোমবার তাদের রাঙামাটি আদালতে পাঠোনো হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security