শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

বিগ বি’র বিরুদ্ধে এফআইআর

অমিতাভ বচ্চনের বিরুদ্ধে হিন্দু ধর্মে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে । শুধু বিগ বি নয় একই অভিযোগ আনা হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ কর্তৃপক্ষের বিরুদ্ধেও। ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউর একটি থানায় এ অভিযোগ দায়ের করা হয়েছে। এমনটাই জানা গেছে বলিউড সংশ্লিষ্ট একাধিক গণমাধ্যম সূত্রে।

সমস্যার সূত্রপাত আসলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১২-এর একটি পর্ব নিয়ে। যেখানে হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে দর্শকমহলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি জনপ্রিয় ওই রিয়ালিটি শোয়ে অমিতাভ ডাঃ বিআর আম্বেদকরের একটি ধর্মগ্রন্থ পোড়ানো সংক্রান্ত প্রশ্ন করেন। আর যা মোটেই ভাল চোখে দেখেন নি হিন্দু সংগঠনের মানুষজন। আর তার জেরেই অমিতাভ বচ্চন ও ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

প্রতিযোগীর প্রশ্নটি ছিল, ‘১৯২৭ সালে বি আর আম্বেদকর এবং তার সঙ্গীরা কোন ধর্মগ্রন্থের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন।’ উত্তরের জন্য বিকল্প দেয়া হয় ৪টি। বিষ্ণু পুরাণ, ভগবত গীতা, ঋকবেদ এবং মনুস্মৃতি। যার উত্তর হলো মনুস্মৃতি।

উত্তর দেওয়ার পর অমিতাভ ডা. বি আর আম্বেদকরের বিষয়ে বলতে থাকেন-তিনি কীভাবে জাত-ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সমাজের উচ্চবর্ণের ব্যক্তিদের বিরোধিতা করেছেন। তার সেই বিবরণের পরই নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠে। একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে প্রবীণ এ অভিনেতা এবং শোয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। স্যোশ্যাল দুনিয়ায় এ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ‘বয়কট কেবিসি’ লিখে ট্যুইটারে ঝড় তুলে দেয় নেটিজেনরা।

২০০০ সালে শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোটি। শুরু থেকেই এর উপস্থাপনা করে আসছেন বলিউডের শাহেন শাহখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। বর্তমানে চলছে প্রতিযোগিতার ১২তম আসর। এছাড়া, বিগ বস ৩ নামের একটি রিয়েলিটি শোয়ের উপস্থাপক হিসেবেও দেখা গিয়েছিল বিগ বিকে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ