শুক্রবার, মে ৩, ২০২৪

নেইমার নাকি এমবাপ্পে? কাকে নিবে রিয়াল?

যা যা মিস করেছেন

ইউরোপিয়ান ফুটবলের ব্যাপারটাই এমন। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ রাতে মাঠে নামবে পিএসজি। ফরাসি এ দলে আছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো অন্যতম সেরা ফুটবলার। তাঁরা মাঠে কেমন করবেন তা নিয়েই আলোচনা হওয়ার কথা। কিন্তু এসব কথার মাঝেও বাদ পড়েনি দলবদলের প্রসঙ্গ। রোনালদো মনে করেন, নেইমার নয় এমবাপ্পেকে কেনা উচিত হবে রিয়াল মাদ্রিদের।

এই রোনালদো পর্তুগিজ নন ব্রাজিলিয়ান। দুবার বিশ্বকাপজয়ী রিয়ালের সাবেক এ স্ট্রাইকার মনে করেন, ব্রাজিলিয়ান নয় ফরাসি তারকার জন্য টাকা খাটালে বুদ্ধিমানের কাজ করবে স্প্যানিশ ক্লাবটি। নেইমার ও এমবাপ্পেকে ঘিরে এর আগে রিয়ালে যাওয়ার গুঞ্জন উঠেছে। এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জনই ডালপালা মেলেছে সবচেয়ে বেশি। করোনাভাইরাস মহামারি শুরুর আগে নাকি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে কেনার প্রক্রিয়া নাকি প্রায় শেষ করে এনেছিল রিয়াল। এদিকে রিয়াল নেইমারকে কিনতে আগ্রহী, এমন কথাও এর আগে ছড়িয়েছে দলবদলের বাজারে। যদিও তাঁরা দুজনে এখন পিএসজিতে সুখেই আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

কিন্তু অন্যতম সেরা তারকা বলে কথা। দলবদলের মৌসুম চলছে, এদিকে সামনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। কথা তো হবেই। রোনালদো সে কথারই জবাব দিলেন ‘ব্যাঙ্কো সান্তেন্দর’ আয়োজিত এক অনুষ্ঠানে, ‘একজন যে আরেকজনের চেয়ে ভালো—বিষয়টি তা নয়। তবে রিয়াল মাদ্রিদ যদি বড় বিনিয়োগ করতে চায় তাহলে ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। নেইমারের বয়স ২৮ বছর, এমবাপ্পের ২২ বছর। বিনিয়োগের কথা ধরলে বয়সে যে ছোট তাকে আনাই যৌক্তিক।’

নেইমারের চেয়ে এমবাপ্পের পেছনে বেশি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন রোনালদো নাজারিও।

ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত খেললেও গোল পাননি নেইমার। এ নিয়ে সমর্থকেরা চিন্তায় পড়লেও রিয়াল ভায়াদোলিদ সভাপতি রোনালদো কিন্তু মোটেও ভাবছেন না। নেইমার ফাইনালে গোল পাবেন বলেই তাঁর বিশ্বাস, ‘মৌসুমটা পরিপূর্ণ করতে তাঁকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে। শেষ কয়েকটি ম্যাচে সে ভালো খেলেছে। বিশেষ করে পর্তুগালে। অনেক গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু শেষে গিয়ে মাথা ঠান্ডা রেখে ফিনিশ করতে পারেনি। আমি মনে করি সে ফাইনালে গোল পাবে। ভাগ্য একটু সহায় হলেই সে গোল করায় ধারায় ফিরবে। গোল কীভাবে করতে হবে সেটা কিন্তু সে ভোলেনি।’

লিসবনের ফাইনালে আজ কোন দল জিতবে? এ নিয়ে সরাসরি কোনো দলের নাম বলেননি থরে-বিথরে সাফল্য পাওয়া ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা রোনালদো, ‘এবার নকআউট পর্বে বিস্ময়ের অভাব ছিল না। কম ভুল করা দলগুলোই জিতেছে। ফাইনালে কিন্তু যোগ্য দুটি দলই উঠেছে। এটা দুর্দান্ত চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। আশা করি শেষটাও হবে জমজমাট।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security