সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

যৌতুকের দায়ে সাবেক মেজর গ্রেফতার

যা যা মিস করেছেন

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক আদায়ের মামলা করেছেন বলে জানা গেছে। 

mejor of bangladesh army arrested the mail bd

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে খিলজি রোডের নিজ বাসা থেকে ইকবাল শাহরিয়ার নামে সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, যিনি মেজর থাকাকালে অবসরে যান। তার স্ত্রী রেবেকা ইয়াসমিন অন্য বাসায় থাকেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, খিলজি রোডের এক বাসার চতুর্থ তলার এক ফ্ল্যাটে থাকেন শাহরিয়ার। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, শাহরিয়ারের স্ত্রী রেবেকা ২০১৫ সালে আদালতে তার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলাটি করেন। মামলায় পরোয়ানা আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ