আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কেবিনেট ডিভিশনের সম্মেলন কক্ষে এই ডাকটিকেট অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রী এ সময় ১০ টাকা মূল্যমানের আরেকটি উদ্বোধনী খাম ও একটি পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়েছে।
মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে কেবিনেট সচিব বলেন, বাংলাদেশ ডাকঘর এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ছেড়েছে।
আজ থেকেই ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ক্রয় করা যাবে। পরে, অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরগুলোসহ সকল ডাকঘরে এই ডাকটিকেট পাওয়া যাবে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী , ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক এ সময় উপস্থিত ছিলেন।