শুক্রবার, মে ৩, ২০২৪

‘শেষের কবিতা’ ভারতে যাচ্ছে

যা যা মিস করেছেন

প্রাঙ্গণেমোর নাটকের দলের শেষের কবিতা নাটকটি যাচ্ছে ভারতে। ভারতের পশ্চিমবঙ্গে ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’–এর একবিংশতিতম নাট্যোত্সব।

আয়োজক পশ্চিমবঙ্গের নাটকের দল কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। ঋত্বিক সদনে আয়োজিত এ উৎসবটি চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নাটকের দল প্রাঙ্গণেমোর। তারা তাদের অনবদ্য প্রযোজনা শেষের কবিতা নিয়েই হাজির হচ্ছে উৎসবে। ২২ ডিসেম্বর ঋত্বিক সদন মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি।

prangone mor the mail bdশেষের কবিতা নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল ২০১২ সালে কলকাতার পূর্ব-পশ্চিম নাট্যদল আয়োজিত এক আন্তর্জাতিক নাট্যোত্সবে মধুসূদন মঞ্চে। এ ছাড়া এই নাটকটি আরও মঞ্চায়িত হয়েছে ভারতের মুম্বাই ও শান্তি নিকেতনে। প্রাঙ্গণেমোরের দলপ্রধান অনন্ত হিরা বলেন, ‘শেষের কবিতা নাটকের দর্শকপ্রিয়তার কারণেই নাটকটি আবারও আমন্ত্রিত হয়ে ভারতে মঞ্চায়িত হচ্ছে।’

রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। আর অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, ইস্টের সুমী, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতী, কারিমা, জাহিদ, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, ঊষা।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security