শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে অবশ্যই বিড করব- তামিম

যা যা মিস করেছেন

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে এরই মধ্যে নিজের অতি প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে দেবেন তিনি।

মুশফিকের ব্যাটের নিলামে অংশ নেবেন দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালও। যদি সাধ্যের মধ্যে থাকে, তাহলে তিনি নিজেই কিনে রেখে দেবেন বন্ধুর ব্যাটটি। শনিবার রাতে ইন্সটাগ্রামে মুশফিকের সঙ্গে এক আড্ডায় এ কথা জানিয়েছেন তামিম।
দুজনের আড্ডায় কথাপ্রসঙ্গে চলে আসে ব্যাটের নিলামের বিষয়টিও। তখন মুশফিক মজার ছলেই তামিমকে বলেন, ‘ব্যাটটা তুই কিনে নে দোস্ত।’ প্রতিউত্তরে তামিম জানান, তিনিই সত্যিই ভেবেছেন নিলামে বিড করার কথা।

ব্যাটের নিলামের ব্যাপারে জিজ্ঞেস করলে মুশফিক শুরুতেই তামিমের বড় মন মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আল্লাহ অনেককেই অনেক তৌফিক দেন কিন্তু এমন মন বা কলিজা দেন না তোর মত। তুই আমাদের জন্য অনুপ্রেরণা। আমি সেদিক থেকেই একটু চেষ্টা করছি সাধ্যমত কিভাবে অবদান রাখা যায়।’
মুশফিক আরও যোগ করেন, ‘আমি একটা অনুরোধ করি এটা আমার ব্যাট এটা ভেবে কেনার দরকার নাই।পুরো টাকাটা অসহায়দের পেছনে ব্যয় করা হবে, তাই আমি অনুরোধ করি যে ব্যক্তি কিনবেন উনি যেন একটু বেশি দামে কেনেন ব্যাটটি। তাহলে আমি অবশ্যই আরেকটু বেশি সাহায্য করতে পারব। আর এটি আমার কাছে অবশ্যই একটি বিশেষ ব্যাট।’

এসময় তামিম জানান, ‘আমারও নজর থাকবে, আমিও আশা করি যত বেশি দামে বিক্রি হবে ততই ভালো। বিশ্বাস কর আমি এটা (তামিমের নিলামে অংশ নেওয়া) বলতেও চেয়েছি, আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে অবশ্যই বিড করব, দেখা যাক।’
এই কয়েকদিন আগেই ফেসবুক পেজের মাধ্যমে হয়েছে সাকিব আল হাসানের ব্যাটের নিলাম। তবে মুশফিক এটি করতে চান আরও স্বচ্ছ পদ্ধতিতে। তাই তিনি অপেক্ষা করছেন ই-কমার্স ওয়েবসাইটের জন্য। যা চলতি সপ্তাহেই হয়ে যাবে বলে আশাবাদী তিনি।

মুশফিক বলেন, ‘খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে ব্যাটটি, একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আশা করি চলতি সপ্তাহেই সবকিছু বিস্তারিত জানাতে পারব।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security