ভোলায় দুই শতার্ধিক দুস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

37

ভোলা প্রতিনিধি:

ভোলায় রোম্মান ট্রেডার্সের প্রতিষ্ঠাতা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি সমাজসেবক মো. আফজাল হোসেন সোহেল হাজী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শতার্ধিক অসহায় দুস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।

বুধবার (১৯ এপ্রিল) সকালে তাঁর নিজস্ব বাসভবনে দক্ষিণ চরপাতা গ্রামের প্রায় দুই শতার্ধিক অসহায় দুস্তদের মাঝে এ অর্থ বিতরণ করেন।

নগদ অর্থ পাওয়া আম্বিয়া খাতুন, জাহানারা বেগম ও কোহিনুর খাতুন জানান, নগদ অর্থ পেয়ে তাঁরা খুব খুশি। এ অর্থ দিয়ে তাঁরা ঈদের সেমাই চিনি কিনবেন। নগদ অর্থ হাতে পেয়ে তাঁরা খুশিতে আত্মহারা।


রোম্মান ট্রেডার্সের প্রতিষ্ঠাতা মো. আফজাল হোসেন সোহেল হাজী বলেন, আমি প্রতিবছরই আমার সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় দুস্ত মানুষদের সাহায্য করে থাকি। আমি চাই আমার পাশাপাশি আমাদের সমাজের অসহায় দুস্তরাও যেনো ভালো থাকে। প্রতি ঈদেই আমি শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করে থাকি। দুস্ত পরিবারগুলো আমার সহায়তা পেয়ে খুব খুশি। এটাই আমার কাছে ভালো লাগে।