শুক্রবার, জুন ১৪, ২০২৪

স্ট্রাইক রেটে রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ

যা যা মিস করেছেন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ রিয়াদের জেমকন খুলনা। ফাইনালে উঠার লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন খুলনার মাশরাফি বিন মুর্তজা। ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট নেন মাশরাফি। এদিকে চট্টগ্রামের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ! তিনি করেছেন ৯ বলে ৩০ রান।

সোমবার ২১১ রানের টার্গেটে খেলতে নেমে মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে দুই বল হাতে রেখেই ১৬৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

চট্টগ্রামের বোলারদের বেধড়ক পিটিয়ে ৮ বলেই ৩০ রান করার পর নবম বলে আউট হয়েছেন মাহমুদুল্লাহ। তার ইনিংসে ছিল ২ চার এবং ৩ ছক্কা। প্রথম বলে সুইপ করে ১ রান নেন মাহমুদুল্লাহ। এরপর শরীফুলের করা ১৬তম ওভারের প্রথম তিন বলেই হাঁকান ছক্কা। প্রথম দু’টি স্কয়ার লেগ দিয়ে, শেষেরটি লং অন দিয়ে। ইনিংসে ছক্কা এই তিনটিই। ৯ বলে ৩০ রান, প্রথম কোয়ালিফায়ারে খুলনা অধিনায়কের স্ট্রাইক রেট ৩৩৩.৩৩। যা বাংলাদেশের সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ড ছিল শুভাগত হোমের। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৮ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন শুভাগত। ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডারের স্ট্রাইক রেট ছিল ৩২২.২২। এই রেকর্ডে শুধু ২৫ বা এর বেশি রানের ইনিংসগুলোই বিবেচনা করা হয়। তবে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টির সর্বোচ্চ স্ট্রাইক রেট ৩৩৫.৭১। ২০১৭ সালে ২৫ নভেম্বর চট্টগ্রামে রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৪৭* করে এই রেকর্ড গড়েন ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security