বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট : ২৫টি খেলা অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

রাজশাহীতে  “লাভেলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপস-২০১৯” এর মেইন ড্রয়ের ২৫ (পঁচিশ) টি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে বালক একক ১৬টি, বালক দ্বৈত ৬ টি এবং বালিকা দ্বৈত ৩টি খেলা অনুষ্ঠিত হয়।

বালক একক খেলার ফলাফল :
মেইন ড্র বালক এককের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের মোহাম্মদ রানা ৭-৫,৬-৩ সেটে ভারতের আরিয়া মিতেলকে, ভারতের অণর্ঘ গাঙ্গুলি ৬-৩, ৭-৫ সেটে স্বদেশী ওইয়াট ওব্রইনকে, চাইনিজ তাইপের ছিয়া চিহ লিন ৬-২,৬-২ সেটে ভারতের তোরাস রাওয়াতকে, ভারতের উদয়বীর সিংহ ৬-১, ৬-১ সেটে স্বদেশী ধনঞ্জয় আথরেয় কে, অষ্ট্রেলিয়ার ধ্রুব ভারমা ৬-৩, ৬-৪ সেটে ভারতের আদিত্য কোডাকালাকে, ভারতের আকর্ষিত মহাজন ৬-৪, ৭-৫ সেটে সমরবীর সিধুকে, চীনের চিবিন ইয়াং ৬-৪,২-৬,৬-২ সেটে বাংলাদেশের মো. জুয়েল রানাকে, জাপানের নাথান আকিরা মাতসুগুমা ৬-৩, ৬-১ সেটে অষ্ট্রেলিয়ার ক্রিষ্টিয়ান কেয়ারকে, ভারতের আদিত্য বর্ধণ রায় চৌধুরী ৭-৫,২-৬,৬-১ সেটে আমিরিকার আউস পি ভাটকে, চীনের হাও দা জিয়াং ৬-৪, ৬-০ সেটে ভারতের জাসবীন সিদানাকে, ভারতের প্রিয়াংসু চৌধুরী ৭-৬(৭), ৬-৩ সেটে স্বদেশী প্রণব মেহতাকে, ভারতের ঋতেশ বাল্মিকি ৬-৩,৬-১ সেটে স্বদেশী ইন্দ্রজিৎ সুধীর বরাদেকে, ভারতের ইউভান নান্দাল ৬-১, ৬-১ সেটে বাংলাদেশের রণজিত সরকারকে, ভারতের সুবাস পরমাসিবাম ৬-২, ৬-২ সেটে জাপানের গাকুটা তানাকাকে, ভারতের অমানিস চৌধুরী শাহারিয়া ৬-৪, ৬-১ সেটে বাংলাদেশের মো. ইমন ইসলামকে, নিজ নিজ খেলায় প্রতিদন্দ্বি খেলোয়াড়কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উর্ত্তীন হয়েছেন। বাকী ১টার এর ফলাফল পাওয়া যায়নি।

বালক দ্বৈত খেলার ফলাফল :
মেইন ড্র দ্বৈত প্রথম রাউন্ডের খেলাগুলো চলছে। কোন খেলায় সমাপ্ত না হওয়ায় ফলাফল প্রদান করা সম্ভব হলো না।

বালিকা দ্বৈত খেলার ফলাফল:

প্রথম পর্বের বালিকা দ্বৈত খেলায় ভারতের রিদিম আসওয়াল ও স্বদেশী মৈত্রী দিক্ষা রউত জুটি কাতারের ডানা আল মুদাকা এবং বাংলাদেশের রাইনা সেহলাল জুটি অনুপস্থিত থাকায় ওয়াক ওভার লাভ করেছে, ভারতের জুটি সাতাভিসা ও স্বেতা সামন্ত ৬-১,৬-১ সেটে ভারতের রিচা ও বাংলাদেশের প্রত্যাশা জুটিকে এছাড়া বাকি খেলাগুলো চলছে আগামীকাল এর ফলাফল দেয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা হতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে মোট ২৬ টি খেলা অনুষ্ঠিত হবে। বিরতিহীনভাবে এসব খেলা বিকেল ৫টা পর্যন্ত খেলা চলবে জানানো হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security