রবিবার, মে ১২, ২০২৪

নানা আয়োজনে নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন: ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার বেগম নওরীন মাহবুব, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা সিভিল সার্জন মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল ইসলাম খান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন মাসুদ।

পরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহমেদ, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা সিভিল সার্জন মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল ইসলাম খান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন মাসুদ, অ্যাডভোকেটএম নজরুল ইসলাম খান, স্বাবলম্বী মহিলা উন্নয়ন সমিতির কহিনুর বেগম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ বেগম নওরীন মাহবুব।

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। দেশের সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সব জেলার মতো নেত্রকোনা জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ পালন করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security