শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থী আহত

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকদিন আগে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সেই শত্রুতার জেরেই আজ তাদের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটে। এ সময় আইডিয়াল কলেজের শিশির আহম্মেদ নামে এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেয় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। মারধরে আদনান এবং হাসান নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। আজকের ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ