মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবাধিকার নাট্য পরিষদ(মানাপ)উদ্যোগে অসহায় হিন্দু পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে নওগাঁ জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানাপ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানাপ নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা, ইঞ্জিনিয়ার চন্দন কুমার দেব, বিশিষ্ট সমাজসেবক সৈয়দা মেহেরুন্নেছা, মানবতাবাদী পুতুল রানী ব্যানার্জী, ভারতী সরকার ও সাবরিনা আক্তার সুমি। সহ-সভাপতি- রাবেয়া খাতুন বেলি, সহ-সভাপতি এ কে এম ফজলে মাহমুদ চাঁদ, সাধারণ সম্পাদক- আব্দুল হাই সিদ্দিকী সিটু, সহ সাধারণ সম্পাদক-নুরে আলম, সদস্য- এস এম রায়হান আলী, সদস্য- মোহাম্মদ প্রিন্স প্রামানিক , সদস্য- বাদল প্রামানিক প্রমুখ।।
মানাপ এর সভাপতি উত্তম সরকার বলেন, মানাপ নওগাঁ জেলা শাখা- মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান করেন।