মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

গাইবান্ধায় গৃহবধূর সাথে পরকীয়া কর্মকান্ডে ইউপি সদস্যকে গনধোলাই

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য রাহিদুল ইসলাম (বাবু) ও উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের আয়া শিরশিরী বেগম গভীর রাতে পরকীয়া প্রেমে অন্তরঙ্গ মেলামেশা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর গণধোলাই দিয়ে ইউপি সদস্য বাবু কে গাছের সাথে বেধে রেখেছে ও শিরশিরী বেগম কে ঘরে বেধে রেখেছে এলাকাবাসী। পরে উক্ত নারীসহ দুজন কে পুলিশের হাতে দিয়েছে জনতা।

জানা যায়, (২০ অক্টোবর) শুক্রবার গভীর রাতে মহদীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু আমলাগাছী বাজার সংলগ্ন জালাগাড়ী দুর্গাপুর গ্রামের আগপাড়া অন্যের স্ত্রী ও দুই সন্তানের জননী এক শিরশিরী বেগম এর সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে উক্ত নারীর ঘরে হতে জনতার হাতে আটক হয়। ।

এরপরে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ইউপি সদস্য রাশিদুল ইসলাম (বাবু)ও গৃহবধুকে আটক করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য,ইউপি সদস্য রাশিদুল ইসলাম বাবু পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজ্র বৃষ্টিপুর গ্রামের আব্দুলের ছেলে। সে মহদীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হলেও নিজেকে সাংবাদিক ও জামায়াতের নেতা হিসাবে পরিচয় দিয়ে চলতো এবং এলাকার মানুষ তাকে এভাবেই চিনতো।

এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন,এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ