শুক্রবার, মে ৩১, ২০২৪

প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

যা যা মিস করেছেন

পবিত্র রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবার-পরিজনদের জন্য বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে দেশে সাত মাস পর রেমিট্যান্স বা প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

প্রবাসীরা সদ্য সমাপ্ত মার্চ মাসে ২০১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের আগস্টে সর্বশেষ ২ বিলিয়ন বা দুইশ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। ঐ মাসে আসে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে আরো জানানো হয়েছে, পুরো মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। রেমিট্যান্সের এই পরিমাণ আগের মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।
এছাড়া আগের বছরের (২০২২ সালের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮ দশ‌মিক ৪৯ শতাংশ বা ১৫ কো‌টি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।
এদিকে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে।

 

পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।

 

টিএমবি/এস

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security