শুক্রবার, জুন ১৪, ২০২৪

যুক্তরাষ্ট্রে সব ধরণের অভিবাসন বন্ধ

যা যা মিস করেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সব ধরণের অভিবাসন সাময়িকভাবে বন্ধ থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিলা) এক টুইট বার্তায় এই বিবৃতি দেন তিনি। তিনি করোনাভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ আখ্যা দিয়ে বলেন আমেরিকার অধিবাসীদের জন্য চাকরি ও জীবিকা বাঁচানো এখন প্রয়োজন।

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে এক দিনে মৃত্যুহার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৬১ জন। এরই মধ্যে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪২ হাজার। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায়ও শীর্ষে দেশটি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২১৫ জন। এদিকে হোয়াইট হাউজে চলছে দ্বন্দ্ব। এই বৈশ্বিক মহামারিতে লকডাউন কবে তুলে নেয়া হবে, এটা এখন একটা বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর সাথে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বর্ডার বন্ধ করে দিয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security