কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্য
নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (০৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরপদার,পল্লি বিদ্যূৎ সমিতির পরিচালক মোস্তফা কামাল,রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম,উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী,সাংবাদিক শাহিন আহমেদ, সালাহউদ্দিন শুভ প্রমূখ।আলোচনাসভা শেষে একটি র্যালি বের হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী -পেসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।