সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

জলঢাকায় ১০০ বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার

রিয়াদ ইসলাম জলঢাকা:

১০০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। মঙ্গলবার (৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভা বগুলাগাড়ি এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন: লালমনিরহাট জেলার হাতীবান্ধা পূর্ব সারডুবি এলাকার মোঃ নাজির হোসেন এর পুত্র মোঃ সবুজ ইসলাম (২৮) ও
হাতীবান্ধা বড় খাতা গ্রামের মোঃ আ: আজিজ ইসলাম এর পুত্র মোঃ ফারুক ইসলাম (শীতল) (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলা থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে পৌরসভার বগুলাগাড়ি মৌজাস্থ জনৈক মোহাম্মদ সামসুজ্জামান সামু এর ভুট্টা ভাঙ্গা মিলের সামনে জলঢাকা হতে রংপুরগামী পাকা সড়ক থেকে সকাল ১০টা ৫০ মিনিটে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে

১০০ (একশত) বোতল ফেনসিডিল সহ অটো
চার্জার ভ্যান ও দুই মাদক ব্যবসায়ী কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মালামালের অনুমান মূল্য ১,০০০০০ (এক লক্ষ) টাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ১০ তারিখ ০৫/০৬/২০২৪ ইং ধারা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়।

এবিষয়ে জলঢাকা থানা অফিসার্স ইনচার্জ মো: নজরুল ইসলাম মজুমদার বলেন, বর্তমানে মাদকবিরোধী অভিযান চলমান রহিয়াছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ