শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

উঠান বৈঠকে হামলায় চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানসহ আহত ২০

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনের উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আহত অন্যরা হলেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এসএম রুহুল আমীন রেজভী, মো. সুলতান হোসেন খানের সমর্থক কেএস জাহিদ, মনির খান, রুবেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মিলু, সাংবাদিক শফিউল ইসলাম সৈকত, কামরুজ্জামান সুইট। এছাড়া চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের গাড়ি ও শতাধিক চেয়ার ভাংচুর করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের কীর্ত্তিপাশা মোড় এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে উঠান বৈঠকের আয়োজন করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খান। সভার শেষ দিকে মো. সুলতান হোসেন খান বক্তব্য রাখতে শুরু করলে অর্তকিত ভাবে হামলা করে। এতে মো. সুলতান হোসেন খানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় মো. সুলতান হোসেন খানসহ অন্যদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য মো. সুলতান হোসেন খানসহ কমপক্ষে ১০ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মো. সুলতান হোসেন খানের সমর্থক আহত কেএস জাহিদ বলেন, আনারস প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থক ছাত্রলীগ ও যুকলীগের নেতা-কর্মীরা দোয়াত কলম প্রতিকের প্রার্থী মো. সুলতান হোসেন খানের সভায় হামলা করে। হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আমরা এর প্রতিবাদ জানাই।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মুহিতুল ইসলাম বলেন,‘ এঘটনার সাথে যারা জরিত তাদের আইনের আওতায় আনা হবে।

এব্যাপারে উপজেলার চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান বলেন, ‘আমার কোন লোকজন হামলা করে নাই। এবিষয়ে আমি কিছু জানিনা। তবে কীর্ত্তিপাশার মোড়ে আমার নির্বাচনী ক্যম্প ভাংচুর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ