সোমবার, এপ্রিল ২২, ২০২৪

বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

যা যা মিস করেছেন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচন কে ঘিরে নির্বাচনকালীন সহিংসতা রোধে প্রার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ই মার্চ আসন্ন বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ২২ শে ফেব্রুয়ারি বকশীগঞ্জ উপজেলার উপজেলা সরকারি গ্রন্থাগারের হলরুমে সকাল ১১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পুলিশ সুপার মোঃকামরুজ্জামান (বিপিএম), জামালপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান সহ বকশীগঞ্জ উপজেলার মেয়র পদপ্রার্থী ৪জন, সাধারণ পদে ২৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পদে ১১ জন সহ স্থানীয় প্রিন্ট, টিভি মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি নির্বাচনকালীন করণীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচনকালীন সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রেখে পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রেখে ডিউটি করবেন বলে মত ব্যক্ত করেন এবং প্রার্থীগন তাদের নিজ নিজ এলাকা এবং ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পরামর্শ প্রদান করেন। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার আশ্বাস প্রদান করেন সংশ্লিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গ। এই প্রথম ডিজিটালাইজ পদ্ধতিতে ইভিএম মেশিনের মাধ্যমে ১২ টি ভোটকেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার তাদের নিজ নিজ ভোট প্রদান করতে পারবেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security