মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে গোয়াল ঘরসহ ৪টি গরু ও ১টি ছাগল পুড়ে গেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের মুসলিমপাড়া এলাকার আনোয়ারার হোসেনের বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের স্ত্রী শামসুন্নাহার জানান, সকাল হঠাৎ করে গোয়াল ঘরে আগুন লেগে যায়। কিভাবে লাগছে বুঝতে পারতেছিনা। আমার ৪টা গরু ও ১টা ছাগল পুড়ে গেছে। একেকটা গরু লাখ টাকার উপরে হবে। আগুন লেগে আমার ৫-৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, আগুন লাগার খবরে আমরা যোগাযোগ করি কিন্তু ভুক্তভোগীরা আমাদের যেতে বারণ করে। তারা জানান যে, আগুন স্থানীয়দের সহযোগিতায় তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে।