সোমবার, জুলাই ২২, ২০২৪

সুনামগঞ্জে জলবায়ু বিপন্ন মানুষের দাবি সমাবেশ অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিপন্ন মানুষের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ নভেম্ভর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দূবাই শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ – ২৮ উপলক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্থ রাষ্ট্র সমুহের মধ্যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩ টি রাষ্ট্রের মধ্য অন্যতম শীর্ষ রাষ্ট্র । আবার দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সমুহের একটি হাওরাঞ্চল।

কপ-২৮ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের তাপমাত্রা কমিয়ে আনা ও জলবায়ু বিপন্ন মানুষের অভিযোজনের কৌশল নির্ধারণ করবেন। উক্ত সম্মেলনে বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশসমুহ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাইবে। এতে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতিগ্রস্থতা তুলে ধরা হবে। এ উপলক্ষে সুনামগঞ্জ শহরের শাপলা চত্বরে হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডি’র আয়োজনে জলবায়ু বিপন্ন মানুষের ব্যতিক্রমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী তরুন, জেলে ও কৃষকেরা নিজেদের গায়ের কাপড় খুলে ফেস্টুন উঁচিয়ে ধরে জলবায়ু বিপন্ন মানুষের অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি সহ নিজেদের বিভিন্ন দাবী উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সুজনের নির্বাহী পরিচালক বাবু নির্মল ভট্টাচার্য, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করীম সাঈদ, বাংলাদেশ যুবজোট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security