সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯ টি কেন্দ্রর প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপি থেকে বহিস্কৃত সতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া) প্রতীক নিয়ে ১৯ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০ হাজার ২’শ ৪৮ ভোট পেয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১’শ ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকট তম প্রার্থী জুয়েল ডালী ( উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৬’শ ২৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯ হাজার ৬’শ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি ১৬ হাজার ৭’শ ৬৪ ভোট পেয়েছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ